পটুয়াখালীর গলাচিপায় ব্যবসায়ী ইসমাইল হাওলাদারের (৬৫) প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে স্থানীয়দের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন নিহত ইসমাইল হাওলাদারের বৃদ্ধা মা, স্ত্রী, কন্যা, ছেলে ও এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ। বক্তারা বলেন, ইসমাইল হাওলাদারকে পিটিয়ে যারা হত্যা করেছে, তাদের প্রধান আসামি এখনো গ্রেফতার হয়নি।
তবে পুলিশের প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা চাই খুব দ্রুত এই খুনিদের গ্রেফতার করে সুষ্ঠু নিরপেক্ষভাবে বিচার করে অবিলম্বে ফাঁসি কার্যকর করা হোক। উল্লেখ্য, গত ১ এপ্রিল রাত সোয়া আটটার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে ইসমাইল হাওলাদারের নিজ দোকানে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়। নিহত ইসমাইল রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করলেও মূল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে।