জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়ার সদস্য পদ বাতিলের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভার্চুয়ালি দেওয়া ভাষণে এ আহ্বান জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে বুচায় গণহত্যার অভিযোগ আনেন তিনি।
জেলেনস্কি দাবি করেন, বুচায় নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে রুশ সেনারা। নারীদের ধর্ষণও করেছে তারা।
বুচার মতো ইউক্রেনের অন্যান্য জায়গাতেও মস্কো এমন নৃশংসতা চালাতে পারে বলে শংকা প্রকাশ করেন তিনি।
জেলেনস্কি বলেন, বুচায় ‘গণহত্যা’ গত ৪১ দিন ধরে রাশিয়া যা করছে তার অনেকগুলোর একটি উদাহরণ মাত্র।
তিনি আরও বলেন, বিশ্ব এখনো পুরো সত্যটা জানতে পারেনি। রুশ সামরিক বাহিনী প্রকাশ্যে তাদের দখলে থাকা গ্রামগুলো লুণ্ঠন করছে।
জেলেনস্কি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাপরাধ করে চলছে রুশ সেনারা। ভূগোল ভিন্ন হতে পারে, কিন্তু নিষ্ঠুরতা অপরাধও একই । এর জবাবদিহিতা কোনও ভাবেই এড়ানো যাবে না’।
জেলেনস্কি জাতিসংঘের অভ্যন্তরে রাশিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, এই আগ্রাসন বৈশ্বিক নিরাপত্তার পুরো ভিত্তিকে ‘দুর্বল’ করে দিয়েছে।
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হয় এই অভিযান। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর।
এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। শরণার্থী হয়েছেন লাখ লাখ মানুষ। সূত্র : বিবিসি