নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রাকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিচ্ছে দিল্লি। কোয়াত্রা বর্তমান পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন, যিনি চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন।
সোমবার (০৪ এপ্রিল) নতুন পররাষ্ট্রসচিব হিসেবে বিনয় মোহন কোয়াত্রার নাম ঘোষণা করে মোদী সরকার। খবর এনডিটিভির।
এ সংক্রান্ত্র সরকারি আদেশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ কমিটি ৩০ এপ্রিল শ্রিংলার অবসরের পর তার জায়গায় পররাষ্ট্রসচিব হিসেবে কোয়াত্রার নিয়োগে অনুমোদন দিয়েছে।
বিনয় মোহন কোয়াত্রা ১৯৮৮ ব্যাচের আইফিএস অফিসার। তিনি ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত ছিলেন এবং আমেরিকা এবং পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম-সচিব হিসেবে কাজ করেছেন।
হর্ষবর্ধন শ্রিংলা পররাষ্ট্র সচিব হিসেবে তার দুই বছর মেয়াদ শেষ করেছেন। ৩০ এপ্রিল তার শেষ কর্মদিবস হবে।