রহমত, মাগফেরাত আর নাজাতের রমজান নিঃসন্দেহে অন্যান্য মাসের চেয়ে বেশি মর্যাদার। ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম।
এ মাসেই নাজিল হয়েছে পবিত্র কোরআন মাজীদ আর এ মাসেই আসে মহিমান্বিত রাত লাইলাতুল কদর। তাই ইসলামি চিস্তাবিদরা বলছেন, জীবনকে পবিত্র করতে এর চেয়ে বরকতময় সময় আর নেই।
সওম বা সিয়াম, বাংলা অর্থ বিরত থাকা। আর সিয়াম সাধনার অর্থ– রোজা রেখে সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সংযত রাখা। এ পবিত্র মাস মানুষকে সাধ্যমত ইবাদাত বন্দেগির জন্য উৎসাহিত করে।
রমজান মাসের ফজিলত অপরিসীম, রমজান মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন মজীদ, পবিত্র রজনী লাইলাতুল কদরে আল্লাহ রব্বুল আলামীন মানবজাতির ভাগ্য পুননির্ধারণ করেন। তাই বলা হয় রমজানে যে নিজেকে পবিত্র করতে না পারে সে দূর্ভাগা।
এই ইসলামি চিন্তাদিদের মতে, প্রকৃতপক্ষে রমজান হলো অতীতের সকল গুনাহর জন্য ক্ষমা চেয়ে মুসলমান হয়ে জীবনযাপনের প্রতিজ্ঞা করার মাস।
তারাবিহ’র নামাজে রাকাতে নয়, গুরুত্ব দেয়ার কথা বলছেন ইবাদতের গভীরতায়। এছাড়া প্রতিটি কর্মের মাঝেও রয়েছে রমজানের বরকত। তাই একে অন্যের পাশে থাকার পরামর্শও দেন ইসলামি চিন্তাবিদরা।