পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ এপ্রিল ২০২২) রাত ৮ টায় পটুয়াখালী জেলা শাখায় এ কমিটি গঠন করা হয়।
জেলা শাখার আহবায়ক স্বপন ব্যাণার্জি ও সদস্য সচিব এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল এ কমিটি উপহার দেন। এতে গলাচিপা পৌর কমিটি তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গলাচিপা পৌর কমিটির ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার পাল প্রমুখ। দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। এ পৌর কমিটিকে বিভিন্ন পূজাসহ ধর্মীয় বিষয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সকল ধরণের প্রার্থনা সুসম্পন্ন করার জন্য দিক নির্দেশনা দেন জেলা কমিটি।
পরে জেলা কমিটির আহবায়ক স্বপন ব্যাণার্জি ও সদস্য সচিব এ্যাড. সঞ্জয় কুমার খাসকেলকে ফুল দিয়ে স্বাগত জানান গলাচিপা পৌর কমিটির পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, প্রচার সম্পাদক সঞ্জিব দাস প্রমুখ।