ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণের বার সহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার মাটিলা বিওপির জলুলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ নিউজ টোয়েন্টিফোরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে স্বর্ণ পাচার হচ্ছে। সে সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান শুরু করে।
এক পর্যায়ে ওই গ্রামের করিমমোড় বটতলা থেকে মোটরসাইকেলসহ ইব্রাহিম খলিল নামে একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২ কেজি ৫’শ ৩০ গ্রাম ওজনের ৯৮টি ছোট ও ১ টি বড় সোনার বার উদ্ধার করে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা করা হয়েছে।
তিনি আরও জানান, যাকে আটক করা হয়েছে এই ছেলেটি স্বর্ণ বহনকারী ব্যবসায়ী। মূল ব্যবসায়ীকে আমরাসহ প্রশাসনের সকলে যৌথভাবে খুঁজে বের করার চেষ্টা করা হবে।