ইউক্রেনে রুশ আগ্রাসনের ১৬তম দিনে গড়িয়েছে। এদিকে রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভে যে কোনো সময় রাশিয়া হামলা করবে বলে জানিয়েছেন কিয়েভের মেয়রের ভাই ওলাদিমিরি ক্লিচকো।
অন্যদিকে ইউক্রেনের রাজধানী ও প্রধান শহর কিয়েভ দখলের লক্ষ্যে পুনরায় সংগঠিত হচ্ছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সারের প্রকাশ করা ছবির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয় , কিয়েভের উত্তরপশ্চিাঞ্চলীয় প্রবেশ পথ থেকে বেশ কিছু দূরে এতদিন পর্যন্ত খুবই ধীর গতিতে চলা রুশ সেনাবহরটি সম্প্রতি গতিশীল হয়েছে এবং সাঁজোয়া যানের ইউনিটগুলো কিয়েভের নিকটবর্তী আন্তোনভ বিমানবন্দরের আশপাশের এলাকায় ঢুকে পড়েছে। ।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সম্পর্কে রয়টার্সকে বলেন, ‘রাশিয়া সম্ভবত সামনের দিনগুলোতে হামলার নতুন পরিকল্পনা সাজাচ্ছে। এজন্যই সামরিক বাহিনীকে পুনরায় সংগঠিত করা হচ্ছে।
ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ইউক্রেন-বেলারুশের সীমান্তবর্তী জেলা পলিস্কিতে রুশ বাহিনীকে প্রতিকূল পরিস্থিতিতে ফেলেছে ইউক্রেনের বাহিনী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে ইউক্রেনে হামলা আরো জোরদার করেছে রুশ বাহিনী। নতুন নতুন শহরে হামলা শুরু করেছে তারা। ইউক্রেনের উত্তর-পশ্চিমের লুতৎস্ক এবং দনিপ্রো শহরে প্রথমবারের মতো হামলা চালানো হয়েছে।