পটুয়াখালীর গলাচিপায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর আয়োজনে স্রিএপিবি প্রকল্পের মাধ্যমে বুধবার দিনভর উপজেলা সমাজসেবা অফিস কার্যালয়ের সামনে সুবিধা বঞ্চিত শিশুদের ফ্যামিলি কিট বক্স প্রধান করা হয়।
এ সময়ে বিতরনকলে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সামাজসেবা অফিসার মুঃ অলিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর সিএপিবি প্রকল্পের সমাজ কর্মী পংকজ গাঙ্গুলী ও কামরুন নাহার ইভা, অর্জুন শীল, জাহিত হোসেন প্রমুখ।
উক্ত বিতারন সভায় এতিম শিশু, প্রতিবন্ধী শিশু, ঝুকিপূর্ন শিশু, শিশুদের পরিবার গন এই উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সিএসপিবির সমাজ কর্মী পংকজ গাঙ্গুলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মন্ত্রনালয় সব সময় শিশুদের পাশে আছে আমরা শিশুদের সুরক্ষা বিষয় কাজ করি। আমাদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর চাইল্ড হেল্পলাইন রয়েছে যা ১০৯৮ যে কোন সময় শিশুর সুরক্ষায় কাজ চলছে।
আজ আমরা ৪০ জন শিশুর ফ্যামিলি কিট বক্স বিতরন করি ।