দেশের ধান-চালের বৃহত্তর মোকাম নওগাঁ । গেল এক সপ্তাহের ব্যবধানে এখানে সরু চালের দাম বেড়েছে কেজি প্রতি ২-৩ টাকা।
https://www.youtube.com/watch?v=2Qecdj8scEE
তবে মোটা চালের দাম অপরিবর্তীত রয়েছে। চালের বাজারের অস্থিরতার পেছনে অসাধু ব্যবসায়ীদের কারসাজিকেই দুষছেন মিলাররা । এ অবস্থায় বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন ভোক্তারা ।
সারাদেশের চালের চাহিদার সিংহভাগ মেটানো হয় নওগাঁ থেকে। অথচ এখানকার খুচরা বাজারে বেড়েছে সরু চালের দাম । তবে মোটা চালের দাম অপরিবর্তীত রয়েছে। এক সপ্তাহ আগে সম্পাকাটারি চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৬৪-৬৫ টাকা দরে, বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬৭-৬৮ টাকায় ।
৫৭-৫৮ টাকার জিরাশাইল চাল বিক্রি হচ্ছে ৬০-৬১ টাকায় । তবে চালের বাজারের অস্থিরতার পেছনে এক শ্রেনির অসাধু ব্যবসায়ীদের কারসাজিকেই দুষছেন সংশ্লিস্টরা ।
দফায় দফায় চালের দরউর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা । চালের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এর জোরদারের দাবি ভোক্তাদের ।