পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসকে ব্যাপক আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে।
আগামীকাল ২ মার্চ সারাদেশে চতুর্থবারের মতো পালন করা হবে জাতীয় ভোটার দিবস। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, আগামীকাল বুধবার জাতীয় ভোটার দিবসটি পালিত হবে।
তারই ধারাবাহিকতায় উপজেলা সার্ভার স্টেশন (নির্বাচন অফিসকে) আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। ভোটারদের সচেতন করতে ভবনের আশপাশে সড়কগুলোতে ব্যানার ফ্যাস্টুন টানানো হয়েছে। অফিসে এসে ভোটার হতে পারবেন। নতুন ভোটারদের নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে যাচাই করা হবে। এরপরই তাদের ভোটার করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অফারেটর মো. আরিফুল হক, নাসরিন নাহার হেপী, মো. কাওসার হোসেন, অফিস সহায়ক আবদুস সোবাহান কাজী বলেন, ৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমরা সকলে অফিস কার্য করার জন্য প্রস্তুত আছি। নতুন ভোটাররা আগামীকাল প্রয়োজনীয় তথ্য ও সঠিক কাগজপত্র ব্যবহার করে ভোটার হতে পারবেন।