চরম উত্তেজনার ফাইনালে শেষ হাসিটা হাসল কুমিল্লা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ফরচুন বরিশালকে ১৫২ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১১ ওভার শেষে মাত্র দুই উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে বরিশাল।
অবশ্য কুমিল্লার দেওয়া এই রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল।
দলীয় মাত্র ৫ রানের মাথায় ওপেনার মুনিম শাহরিয়ারের উইকেটটি হারায় তারা। শাহরিয়ার ৭ বল খেলে কোনো রান করার আগে শহিদুল ইসলামের বলে ক্যাচ আউট হন।
তবে এরপর দলের হাল ধরেন অপর ওপেনার ক্রিস গেইল ও ওয়ান ডাউনে নামা সৈকত আলী। তারা শুরুর ধাক্কা সামলে দলকে সুবিধাজনকস্থানে পৌছে দেন।
দলীয় ৭৯ রানের সময় সৈকত ৫৮ রান করে তানভীর ইসলামের বলে ক্যাচ আউট হন। তিনি মাত্র ৩৪ বল খেলে এই রান করেন।
তবে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল একদম দেখেশুনে খেলার দিকে নজর দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ বল খেলে ২২ রান করেন গেইল।