বরগুনার কিশোররা আবারো জড়িয়ে পড়েছেন নানা রকমের অপরাধ ও অশ্লীলতায় । ক্যাফে বা রেস্টুরেন্টের নামে চলছে নোংরামি ।
এরইমধ্যে আমাদের হাতে এসেছে অপকর্মের ভিডিও চিত্র । যা পুরোপুরি সম্প্রচার করা সাংবাদিকতা নীতিমালার বিরুদ্ধে । প্রায় দুই মিনিটের এই ভিডিওটি ভাইরাল হয় বরগুনার উঠতি বয়সের ছেলে-মেয়েদের ফেসবুক মেসেঞ্জারে । সকলের অনুমান ভিডিওটি বরগুনা মাটিয়াল ক্যাফে এন্ড মিনি চাইনিজ নামক এক রেস্টুরেন্টের ।
তবে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা যায় না, তাইতো প্রমাণের খোঁজে আমাদের অনুসন্ধানী টিম । প্রমাণ মিলল মাটিয়াল ক্যাফের ভিডিও বিজ্ঞাপন এর মাধ্যমে, যে অশ্লীল ভিডিওটি ভাইরাল হয়েছিল তার সাথে মার্টিয়াল ক্যাফে এন্ড মিনি চাইনিজ এর ডেকোরেশন এর হুবহু সাদৃশ্যতা রয়েছে । এবার প্রশ্ন হচ্ছে ক্যাফে কর্তৃপক্ষ তাদের ক্যাফে তে হওয়া এসব অশ্লীল কর্মকাণ্ডর ব্যাপারে অবগত আছেন কিনা ? নাকি তাদেরই ছত্রছায়ায় চলছে এসব ।
এ বিষয়ে এখনো সু স্পষ্ট ধারণা পাওয়া যায়নি, তবে অচিরেই পাওয়া যেতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য । স্থানীয়রা জানান এসকল বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত, তা না হলে বরগুনায় আবারও বাড়তে পারে কিশোর অপরাধ । ঘটতে পারে শিশু ধর্ষণ ও রিফাত হত্যার মতো জঘন্য অপরাধ মূলক কর্মকাণ্ড ।
https://youtu.be/vZSY_tB5g28