আসছে আগামী মার্চে নাগাদ ইউরোপে করোনা মহামারি অবসান হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্লেষকরা বলছেন, সাধারণ রোগে পরিণত হতে পারে করোনা। এদিকে কোভিড বিধিনিষেধ আর টিকা বিরোধী বিক্ষোভে উওাল ওয়াশিংটনসহ বিশ্বের বিভিন্ন দেশ, ঘটছে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও।
সপ্তাহজুড়ে সংক্রমনের উর্ধগতি থাকলেও গেল দুই দিনে বিশ্বে কমছে করোনার দাপট। ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন সাড়ে ৪ হাজার আর নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে পৌনে ২২ লাখের নিচে।
সংক্রমন আর মৃত্যু নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিশ্লেষকরাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান বলছেন, আগামী মার্চের মধ্যে ইউরোপের প্রায় ৬০ শতাংশ বাসিন্দা করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত হতে পারেন।
তারপর ধীরে ধীরে শক্তি হারিয়ে সাধারণ রোগে পরিণত হতে পারে করোনাভাইরাস।
বছরের শেষে কোনো এক সময় করোনার প্রভাব বাড়াবে। তবে অতিমারি এক প্রকারের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছি আমরা। এদিকে করোনা টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে উওাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। ভ্যাকসিন আর মাস্ক ব্যাবসা আর কতো।
দেখুন ভাইরাস প্রতিরোধি ভ্যাকসিন কি আজ কাজে দিচ্ছে। মানুষের বিশ্বাস আর স্বাধিনতাকে বাইডেন সরকার হত্যা করছে। আজ আমরা ১৭ হাজার চিকিৎক আপনাদের সাথে বেলজিয়ামে টিকা ও মাস্ক বিরোধিদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া ওমিক্রন দাপটের মধ্যেই টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছেন স্পেন ও কানাডার মানুষ।
https://www.youtube.com/watch?v=1wwjFbP3cN4