এবার পিরোজপুরে আধুনিক কৃষি পদ্ধতি রাইস ট্রান্সপ্ল্যান্টার এর মাধ্যমে চারা রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আধুনিক এ যন্ত্রের ব্যবহারের ফলে চাষীদের ধান চাষে খরচ কমবে অর্ধেকেরও বেশি ।
কৃষি বিভাগ বলছে, এই রাইস ট্রান্সপ্লান্টার একাই করবে ১০-১৫ জন শ্রমিকের কাজ। কৃষকরাও খুশি এই প্রযুক্তি পেয়ে।
পিরোজপুর জেলায় এবছর ভরা মৌসুমেও শ্রমিক স্বল্পতার কারণে দেরীতে চারা রোপণ করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ফলে আশানুরূপ ফলন পাচ্ছেন না তারা। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ। আর এ অবস্থায় চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমতলে হাইব্রিড জাতের বোরো ধানের চাষাবাদে আধুনিক কৃষি পদ্ধতি রাইস ট্রান্সপ্ল্যান্টার এর মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করলো জেলা কৃষি বিভাগ।
কৃষি অফিস বলছে, বর্তমানে মোট ৭০ জন কৃষকের ৫০ একর জমিতে একটি মেশিন দিয়েই চারা রোপণ হচ্ছে। এ প্রযুক্তি ব্যবহারের ফলে এ বছর ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করে বরিশাল কৃষি সম্প্রসারণ বিভাগ।
কৃষকদের ফসল উৎপাদনে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। ধানের চারা রোপণে এই প্রথম আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এবছর কম খরচে ভালো ফলনের আশা করছেন চাষীরা।
https://www.youtube.com/watch?v=Q4hgcz6glzs