ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। অভিনয় গুন আর নিজের সৌন্দর্যে মন জয় করেছেন লাখো দর্শকের। তবে মাঝে মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই নায়িকা। প্রথম স্বামীকে ডিভের্সের পর থেকেই তাকে নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না মাহির।
এরপর হঠাৎ করে গাজীপুরের ব্যবসায়ীকে দ্বিতীয় বিয়ে। এই বিয়ের পর নানা ইস্যুতে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। সবশেষ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে কথপোকথন ভাইরাল হলে আলোচনায় আসেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ মাহিয়া মাহি। সব সময় স্ট্যাটাস এবং ছবি পোস্ট করে ভক্তদের কাছাকাছি থাকেন তিনি। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
স্বাধীন বাংলা টিভির পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
ভালোবাসাটা একটা আইসক্রিমের মতন। নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোক না কেনো আইসক্রিমটা তার আগের রূপ আর ফিরে পাবে না।
কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধু “তোমাকেতো আমি পেয়ে গেছি, আর যত্ন করে কি হবে’’ এই চিন্তাধারার মাধ্যমে।
আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতন রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন।
আপনি, আপনারা হয়তো জানবেন না বুঝবেন না কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসাথে রাখার জন্য যথেষ্ট।