পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচনে নির্বাচিত সভাপতি কাজি শামসুর রহমান ইকবাল (বিটিভি ও বাসস) এবং সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম প্রিন্স (একুশে টেলিভিশন, আমাদের সময়)কে গলাচিপা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালী প্রেস ক্লাব কার্যালয় সদর রোডস্থ ভবনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে উপস্থিত সদস্যদের ভোট গণনা করে ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জালাল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন এবং কার্যকরী সদস্য পদে এ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, স্বপণ ব্যাণার্জি, মো. গোলাম কিবরিয়া, সংকর লাল দাস, কাজল বরণ দাস, চিন্ময় কর্মকার নির্বাচিত হন।
উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পটুয়াখালী প্রেস ক্লাবের ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩১জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবেন।
পটুয়াখালী প্রেস ক্লাব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যকে গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।