বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ইউসুফ হোসেন মোল্লার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্দ্যোগে স্মরণসভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলে সোমবার বিকেলে গৈলা বাজারে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে স্মরণ সভায় আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউসুফ মোল্লাসহ উপজেলা সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, কেন্দ্রীয় নেতা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, চেয়ারম্যান, মেম্বর, দলীয় মরহুম নেতৃবৃন্দর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মরহুমদের স্বজন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, ইয়াকুব আলী শিল্পী, উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, আবুল বাশার হাওলাদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম মোস্তফা সরদার, সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান হালিম,
উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতসহ উপজেলা ও গৈলা ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধবৃন্দসহ সাধারণ মুসুল্লি ও বাজারেরর ব্যবসায়ীগন।
স্মৃতিচারণ সভায় বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমান তালুকদা, বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর মোহম্মদ গোমস্তা,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রয়াত আওয়ামী লীগ নেতা শফিজ উদ্দিন মিয়া, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াাত, কেন্দ্রীয় শ্রমিকলীগের (ঢাকা দঃ) সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লা,
আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আক্কাস আলী সরদার, আওয়ামী লীগ নেতা মো. মতিউর রহমান মোল্লা, জালাল সরদার, সাবেক চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান সেরনিয়াবাত, হাজী আব্দুল জব্বার, সামসুল আলম বেপারী, গিয়াস উদ্দিন মোল্লা, গাজী নূর মোহাম্মদ, যুবলীগের সাবেক আহ্বায়ক নান্নু খান, আকতার হোসেন মোল্লা, আশ্রাফ আলী হাওলাদার ও যুবলীগ নেতা হেলাল মোল্লাসহ দলীয় সকল নেতা-কর্মীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক ও গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম হেদায়েত উল্লাহ।