বঙ্গবন্ধুর নাতনি দায়িত্ব পেলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ সিদ্দিক এমপি যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রীসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারী হিসাবে ছয় বছরের জন্য দায়িত্ব পেয়েছেন।
একই সাথে লণ্ডনের ফাইনান্সিয়াল সিটির শ্যাডো মিনিষ্টার হিসাবেও দায়িত্ব পালন করবেন তিনি।
এক টুইটবার্তায় টিউলিপ সিদ্দিক তার নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছেন।
মূলত লেবার পার্টির ছায়া অর্থ মন্ত্রণালয়ের হয়ে কাজ করবেন লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এই এমপি। তিনি শ্যাডো চ্যান্সেলর রেচেল রিভস এমপির টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, টিউলিপ সিদ্দিক এমপি ব্যাংক, ইন্সুরেন্সসহ সামগ্রিক আর্থিক খাতে সরকারের কর্মকাণ্ডের উপর লেবার পার্টির হয়ে নজরদারি করবেন।
উল্লেখ্য, টিউলিপ এর আগে ২০১৬ সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন, হিসেবে কাজ করছেন শিশু কল্যাণ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে।