শনিবার ( ১৩ নভেম্বর ) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বিকেল ৩ টায় জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব (বিপিএফসি) বনাম শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)।
উক্ত প্রীতি ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন পুলিশ সুপার, শেরপুর জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী। প্রীতি ফুটবল ম্যাচের ৯০ মিনিটের খেলায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব (বিপিএফসি) ৫-০ গোলে শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) কে পরাজিত করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) জনাব মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, ময়মনসিংহ) জনাব ফাল্গুনী নন্দী,
অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জনাব রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ হান্নান মিয়া, ইনচার্জ শহর পুলিশ ফাঁড়ি জনাব মনিরুল আলম ভুঁইয়া, টিআই (মোটরযান শাখা ) জনাব নাছিমুল হায়দার, জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ)-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকর্মচারীবৃন্দ।