সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের সংলগ্ন শাহ্পরাণ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন এর শুভ বিবাহ সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন মরহুম আশরাফ আলীর সুযোগ্য সন্তান, বিশিষ্ট সমাজ দান শিল বক্ত্যি গ্রীস প্রবাসি মনসুর আহমেদ, ওনার কারণে যার সুনাম দেশে বিদেশে ছরিয়ে আছে গীতিকবি তামভীর আহমেদ।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী নবীন লীগের জগন্নাথপুর উপজেলার সভাপতি শামসুদ্দিন আহমেদ, মিনার হোসেন, বাউল শিল্পী ফখরুল ইসলাম, ছাত্রনেতা এস এ সেবু তালুকদার, ইলিয়াস আহমেদ, আরমান, বিল্লাল সহ প্রমুখ।
গীতিকবি তামভীর আহমেদ বলেন নতুন দাম্পত্য জীবন সুখী ও শান্তিময় হোক, আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল।