আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার ৩ নং বাজিতখিলা ইউনিয়নে ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদ প্রার্থী সাবিহা খান প্রিয়ার নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর শুক্রবার রাত ৯ টায় তার নির্বাচনী এলাকা ২ নং ওয়ার্ডের পশ্চিম কুমরী ঈদগাহ মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদ প্রার্থী সাবিহা খান প্রিয়া, কাকন সরকার, ইসমাইল হোসেন, রাজা,
মাসুদ, খলিল, সোলাইমান, মিন্টু, জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন, ইসরাফিল সহ আরে অনেকে। সাবিহা খান প্রিয়া বলেন, আমি ১,২ ও ৩ নং ওয়ার্ড বাসীর উন্নয়ের জন্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের দ্ধারে দ্বারে যাচ্ছি।
জনগনের সাড়াও পাচ্ছি। জনগণ চাইলে তাদের খেদমত করার সুযোগ পাব । আমি চাই জনগণের খেদমত করতে এবং গরীর ও অসহায় মানুষের পাশে দাড়াতে চাই সেই সাথে ১,২ ও ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।