সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
বুধবার বেলা ১১.০০ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরু নবী, সমাজসেবা কর্মকর্তা ওলিউল্লাহ, কৃষি কর্মকর্তা মোসাঃ আফরোজা বেগম, এলজিআরডি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন,
পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলি, মুক্তি যোদ্ধা নিজামউদ্দিন তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম ধলা, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মজিবর হাওলাাদার, গোলখালী ইউনিয়ন পরিষদ সচিব মোসাঃ কনা বেগম সহ ১২টি ইউনিয়নের সচিব ও তথ্যসেবাকেন্দ্রের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উঠে আসে প্রত্যেক ইউনিয়নরে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সভার জন্ম নিবন্ধন করা বাধ্যতামুলক এবং মৃত্যুর পরে মৃত্যু নিবন্ধন করতে হবে।