জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ফাইল কাস্টিং এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (২৯ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টায় বিদ্যালয়ের নতুন ভবনের ফাইল কাস্টিং কাজের শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক রিংকর চন্দ্র রায়,
সাবেক সভাপতি সুধাংশ শেখর রায় বাচ্চু, প্রধান শিক্ষক রুবি রানী রায়, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, শিক্ষক-অভিভাবক কমিটির সদস্য সমর সূত্রধর,
উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু মিয়া। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কার্য সহকারী মোঃ ওমর ফারুক, কার্য সহকারী মোঃ আলমগীর হোসেন, ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স নাঈমা এন্টার প্রাইজের প্রোপ্রাইটর মোঃ হাবিব আব্দুল্লাহ সুহেল, সমাজ সেবক শফিকুল হক,
উপজেলার কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র নাথ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পাল ও বিদ্যালয়ের নৈশ প্রহরী সুনীল দেবনাথ প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন উপজেলা কোট জামে মসজিদের মোয়াজ্জেম মোঃ একরামুল হোসেন।