পটুয়াখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে তাবলীগ জামাতের ১৩ সদস্য অজ্ঞান,অনেকের মালামাল চুরী ।
পটুয়াখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে তাবলীগ জামাতের ১৩ সদস্য অজ্ঞান, পটুয়াখালীর মধ্য কলাতলার বটতলা মসজিদে আজ সকালে এ ঘটনা ঘটে, বিষয়টি ঐ মসজিদের ইমাম এবং মোয়াজ্জেম টের পেয়ে আহত সকলকে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন, এখনো সকলেই অসুস্থ্য অবস্থায় রয়েছে। বিস্তারিত শামীম আহমেদ এর প্রতিবেদনে ।