টেস্টে ৭৮ রানে অল-আউট হলো ভারত। বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারতের এমন হাল হতে পারে তা কেউ ভাবতেই পাড়েনি! ইংল্যান্ডের মাটিতে এ এক প্রকার ‘নাকানি চুবানি’ বলা চলে।
বিরাট কোহলির নেতৃত্বে লিডসের হেডিংলিতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। ইংলিশদের হয়ে ইনিংসের শুরুর ওভারেই সাফল্য এনে দেন দলের অভিজ্ঞ বোলর জেমস এ্যান্ডারসন। বাটলারের হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে সাজঘরের পথ ধরেন লোকেশ রাহুল।
এরপর এক ভাবে এ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন পুজারা। রোহিত শর্মা ও আজিংকা রাহানে ছাড়া দু ঘরের রান কেউ করতে পারেননি।
জেমস এন্ডারসরন নিয়েছেন ৩ উইকেট। আর ওভারটস, স্যাম ক্যুরান, ও রবিনসন নিয়েছেন ২টি করে উইকেট। এই টেস্টেও জায়গা হয়নি দলেরর অভিজ্ঞ স্পিনার অশ্বিনের।গত ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নেমেছে বিরাট কোহলির দল৷