চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিমকে নৃশংসভাবে কুপিয়ে জখম করার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
জীবননগর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় জীবননগর মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জীবননগর সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক চাষী রমজনের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বাবু।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক এবং সাংবাদিক সমিতির উপদেষ্টা শামসুল আলম, সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুর রহমান চঞ্চল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন