সারাদেশের ন্যায় লালমনিরহাটেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা সরকারের নানা সমালোচনা করে বলেন, জিয়ার কবর নিয়ে যে মন্তব্য করা হচ্ছে তা অমানবিক ও অযৌক্তিক ,এসময় বক্তারা বলেন, সরকারের মাথা খারাপ হয়ে গেছে তাই তারা আবোল তাবোল কথা বলছে। আগামীতে বৃহৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেল বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম মমিনুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মোশারফ হোসেন রানা, জেলা মহিলা দলের সভানেত্রী এ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ প্রমুখ।
পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।