লালমনিরহাটে করোনাকালীন সময়ে ঈদ উল-আযহা উপলক্ষে ২২ শত গরীব, অসহায়, দুস্থ্য ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাউল ও টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গবার (২০ জুলাই) জেলা প্রশাসনের সহযোগীতায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল স্টেডিয়ামে প্রধান মন্ত্রী শেখ হাসিনার করোনার ত্রান তহবিল থেকে টাকা ও চাউল বিতরণ করা হয়।
ত্রান বিতরন অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড.মতিয়ার রহমান।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন খান, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর ইসলাম কুদ্দুস, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ ও আওয়ামী সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।
করোনায় ক্ষতিগ্রস্ত জেলার গরীব, অসহায়, ক্ষতিগ্রস্ত শ্রমিক, দুস্থ্য ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি চাউল ও প্রত্যেকে ৩শত টাকা করে বিতরণ করা হয়।