পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদের বিরুদ্ধে বেতাগী উপজেলার কুমড়াখালীতে জমি দখলের মিথ্যে অভিযোগে মানব বন্ধন করছে একটি মহল।
বিনয় হাজরা নামে এক হিন্দু ব্যক্তি গত শুক্রবার সকাল (১১) টায় ত্রানের নামে কিছু লোকজন ঝড়ো করে এবং তাদের কিছু আত্বীয় স্বজন নিয়ে ওসি আখতার মোর্শেদের বিরুদ্ধে মানব বন্ধন করেন। এত এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।
এলাকার লোকজনের বলেন আখতার মোর্শেদ তার নিজ এলাকায় কাজীরাবাদ ইউনিয়নের কুমড়া খালী একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। এতে এলাকার কিছু লোক এখানে কাজ করে জীবিকা নির্বাহ করে। জনকল্যাণমুখী কাজের জন্য এলাকায় আখতার মোর্শেদ খুবই জনপ্রিয় ব্যক্তি সৎ ও সততার কারনে সবাই তাকে পছন্দ করে।
ঘটনা সূত্রে জানা যায় আখতার মোর্শেদ কুমড়াখালী বাজারের দক্ষিন পূর্ব পাশে একটি ডেইরি ফার্ম স্থপনের সময় কতিপয় ব্যক্তি
রবি বিশ্বাস, হরেন্দ বিশ্বাস, শিমুল বিশ্বাস গং দের নিকট থেকে জমিক্রয় করেন। তার পাশেই রয়েছে বিনয় হাজরার ১০ শতাংশ জমি।
বিনয় হাজরা ২০১৯ সালের জুলাই মাসে ওসি আক্তার মোর্শেদ এর নিকট জমি বিক্রি করার জন্য গেলে ওসি আখতার মোর্শেদ তানকিনতে আগ্রহ প্রকাশ করেন। এবং শশীভূষন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মোকাবেলায় ১,২০০০০/- এক লক্ষ বিশ হাজার টাকা বায়না করেন।
দলিল রেকর্ডে সময় লাগার কারনে তখন জমির রেজিস্ট্রি হয়নি। পরবর্তীতে জমির দলিল দিতে রাজি হচ্ছিল না বিনয় হাজরা। এবিষয়ে গত ৯ ই জুন শুক্রবার গ্রাম্য শালিশ হওয়ার কথা ছিল। কিন্তু বিনয় হাজরা শালিশে রাজি থাকলেও পরবর্তীতে তিনি সাংবাদিক সম্মেলন করে এবং ত্রান দেয়া হবে বলে কিছু লোক নিয়ে মানব বন্ধন করেন।
এ খবর পেয়ে আমরা সাংবাদিক গন ঘটনা স্থলে পৌছালে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ, জনপ্রতিনিধি, ইউপি সদস্য ও সাধারন মানুষ তাদের বক্তাব্য দেন। এতে তারা বলেন বিনয় হাজরা ষড়যন্ত্র করে ও ওসি আখতার মোর্শেদ এর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়েছে।
https://www.youtube.com/watch?v=fef0ZTAbF8Y