চিলির বিপক্ষে ড্রা করলেও টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়া। নিয়মরক্ষার ম্যাচ হলেও এই ম্যাচে প্রধান অস্ত্র মেসিকে খেলাবেন কোচ লিওনেল স্কালোনি।
মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়। তার আগে একাদশ জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, স্কোয়াডের ছয় জন হলুদ কার্ড পেয়েছেন। তাই বলিভিয়ার বিপক্ষে গুরুত্বহীন এই ম্যাচে তাদেরকে খেলাবেন না।
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার লুকাস মার্টিনেজ কোয়ারতা, মিডফিল্ডার জিওভানি লো সেলসো, লেয়ান্দ্রো পারেদেস, ফরোয়ার্ড হোয়াকুইন কোরেয়া ও লাউতারো মার্টিনেজের কার্ড থাকায় বেঞ্চে থাকছেন।
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ
গোলরক্ষক
ফ্রাংকো আরমানি
ডিফেন্ডার
গঞ্জালো মন্টিয়েল, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ
মিডফিল্ডার
মার্কোস আকুনা, গুইদো রদ্রিগেজ, এজেকুয়েল পালাসিওস, আলেজান্দ্রো গোমেজ,
ফরোয়ার্ড
অ্যাঞ্জেল কোরেয়া, সার্জিও আগুয়েরো ও লিওনেল মেসি।