ময়মনসিংহের ভালুকায় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল ও হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হানিফ মোঃ নিপুনের বিরুদ্ধে বেষ্টওয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কের পক্ষে জমি দখলের অভিযোগ করে মানববন্ধন করেছে উপজেলার পাড়াগাঁও এলাকার বাসিন্দারা।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অপরদিকে ওই মানববন্ধনের প্রতিবাদ করে উপজেলা যুবলীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল ও হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও বেষ্টওয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ম্যানেজার হানিফ মোঃ নিপুন বিকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় হানিফ মোঃ নিপুন তার লিখিত বক্তব্যে বলেন, আমি ওই কোম্পানিতে ম্যনেজার হিসেবে মাত্র কয়েক মাস যাবৎ দায়িত্ব পালন করে আসছি।
আমি বা আমার কোম্পানী কোনো জমি জবর দখলের সাথে জড়িত নই। এগুলো সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্যই করা হয়েছে।
এই কোম্পানীর কারও সাথে আমার কোন সম্পর্ক নেই। এসব কিছু রাজনৈতিক প্রতিহিংসার কারনেই করা হয়েছে। এ সময় উপস্থিত উপজেলা যুবলীগ সভাপতি মো: আনিছুর রহমান খান রিপন বলেন, এসব মিথ্যা কথা বলে যুবলীগকে হেয় করা যাবে না।
উপস্থিত সাংবাদিকদের উদ্যেশ্য করে তিনি আরও বলেন আপনারা এ বিষয়ে তদন্ত করুন। সত্য প্রকাশ হওয়া দরকার। আমার জানামতে তারা কেউ এ রকম কোন কাজে জরিত নয়।
আমি এসব বানোয়ট অভিযোগের তিব্র নিন্দা জানাই। এ সময় উপজেলার হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চুসহ যুবলীগের অন্যান্য নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।