দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পণ্যবাহী পরিবহণ, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়ি পারাপারের জন্য ১৩টি ফেরি চালু রেখেছে বাংলাদেশ অভন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।
সূত্র জানায়, ফেরিঘাটে পণ্যবাহী পরিবহনের চাপ থাকলেও যাত্রীর চাপ নেই। দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট গাড়িতে ফেরিঘাটে আসছেন যাত্রীরা। প্রতিটি ফেরিতে শতাধিক যাত্রী নিয়ে ঘাট ছাড়ছে ফেরিগুলো।
ফেরিঘাটে আসার ক্ষেত্রে ঢাকা-খুলনা মহাসড়কে কোন স্থানে কোন বাঁধার সম্মুখীন হতে হয়নি বলে জানায় ফেরিঘাটে আসা ঢাকামুখী যাত্রীরা।
বাংলাদেশ অভন্তরীণ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসির) উপ-মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, বর্তমানে পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ১৩টি ফেরি চলাচল করছে।