মহামারী করোনা ভাইরাসের টিকা সরবরাহ না করায় এ বছর বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ থেকে বঞ্চিত করা হচ্ছে ভারতকে। সেপ্টেম্বর-অক্টোবর মাসকে ইলিশের ‘ভরা মৌসুম’ হিসেবে বিবেচনা করা হয়।
সেই হিসাব করলে ইলিশের মৌসুম এখনো আসেনি। ফলে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের চুড়ান্ত সিদ্ধান্ত জানার সময়ও এখনো হয়নি বলেই জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম।
আজ মঙ্গলবার ‘কোভিড-টিকা পাঠায়নি দিল্লি, ইলিশও আসছে না ঢাকা থেকে, প্রশ্নের মুখে মোদীর সোনালি অধ্যায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়েছে, বর্তমানে দুপক্ষের সম্পর্ক এতটাই আড়ষ্ট হয়ে গিয়েছে, ইলিশ-কূটনীতির আবহাওয়াটাই আর নেই।
পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহু বিজ্ঞাপিত ‘ভারত-বাংলাদেশ সোনালি অধ্যায়’-এর রং এই মুহূর্তে যথেষ্ট ফিকে।
বাংলাদেশের প্রায় ১৬ লাখ মানুষ ভারতীয় করোনা প্রতিষেধকের প্রথম ডোজ নিয়ে বসে রয়েছেন। অনেক সময় পেরিয়ে গেছে।
সূত্র: আনন্দবাজার