করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন আজ রাত সাড়ে ৮টায় এই তথ্য জানান।
মুহাম্মদ এনাম উদ্দীন জানান, গতকাল রাতে দেখি, স্যারের জ্বরটা হঠাৎ ওঠে গেছে। তারপর আমরা স্যারকে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলাম। চিকিৎসকেরা তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। রোববার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, করোনার নমুনা পরীক্ষার পর রোববার রিপোর্ট পজিটিভ আসে। এদিন তার শরীরের তাপমাত্রা কমেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ফোনে মাহবুব তালুকদারের চিকিৎসার খোঁজখবর নেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
Election Commissioner Mahbub Talukder has been infected with coronavirus. He is admitted to Evercare Hospital in the capital. His personal officer Muhammad Enam Uddin gave this information at 8.30 pm tonight.
Muhammad Enam Uddin said, “I saw last night that Sir’s fever had suddenly risen.” Then we took Sir to Evercare Hospital in the capital around 11:30 pm. Physicians immediately admitted him to the Intensive Care Unit (ICU). On Sunday he was transferred from the ICU to the cabin.
He added that the report came positive on Sunday after testing the corona sample. His body temperature dropped that day. Chief Election Commissioner (CEC) KM Nurul Huda inquired about Mahbub Talukder’s treatment over the phone. His condition remains stable.