লালমনিরহাটে জেলা আওয়ামীলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে আওয়ামীলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
শনিবার (১৯ জুন) সন্ধ্যার পর ঢাকা-বুড়িমারী মহাসড়কের তিস্তা বাসস্টান্ড এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ পালিত হয়।
জানা যায়, লালমনিরহাট জেলা আ’লীগের কমিটিতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অবমূল্যায়নের প্রতিবাদে ঢাকা-বুড়িমারী মহাসড়কের তিস্তা বাসস্ট্যান্ডে দুই ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ করে নেতাকর্মীর সমর্থকরা।
এ সময় সংক্ষিপ্ত এক পথসভায় জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের সহধর্মিণী আওয়ামীলীগ নেত্রী শিউলি মোস্তফা বলেন, পারিবারিক ও হুন্ডি ব্যবসায়ীদেরকে নিয়ে মনগড়া কমিটি তৈরি করা হয়েছে।
আমরা এ কমিটি মানিনা। কমিটি বাতিল করা না হলে আগামীকাল থেকে সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।