এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাকে হাসপাতালটির করোনা ইউনিটের কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
তিনি বলেন, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর নাক-কান-গলা বিভাগে তার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দিচ্ছেন। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।