ভোলার মনপুরায় দুইশত পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে মাদকনিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
১৩ জুন রবিবার বিকেল ৪ টায় ওসি আবদুল্লাহ আল মামুনের নের্তৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের তুলাতলী বাজার থেকে ইয়াবাসহ ওই নারীকে আটক করে।
গ্রেফতারকৃত নারী হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহে আলম এর স্ত্রী মোসাঃ আসমা আক্তার মিতু (৩৫)।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরার ইউনিয়নের তুলাতলী বাজারে এস.আই মোঃ ইব্রাহীম হোসেন নয়ন, এস.আই শ্রীকান্ত ও নায়েক নীল কমলসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আসমা নামে এক নারীকে দুইশত পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।