নাফ নদী থেকে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টায় কক্সবাজারের টেকনাফের উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার নাফ নদী পয়েন্ট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহতরা সবাই মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার সময় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। সে হিসেবে তারা রোহিঙ্গা শরণার্থী বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসী থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
তিরি আরও বলেন, স্থানীয়দের তথ্য মতে ধারণা করা হচ্ছে তারা রোহিঙ্গা। হয়তো মিয়ানমার থেকে ভেলায় করে বাংলাদেশে প্রবেশের সময় কোনো এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি আমরা তদন্ত করছি।