নেত্রকোণার আটপাড়ায় সুখারি ইউনিয়নের সোনাজুর গ্রামের গুচ্ছ গ্রাম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক -৩ জনাব শাহীন ইমরান৷ আজ১১ জুন শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার সুখারী ইউনিয়নের সোনাজুর গুচ্ছগ্রাম – পর্যায় নির্মাণ কাজ পরিদর্শনে আসেন।
এ সময় তিনি গুচ্ছ গ্রামে বসবাসরত মানুষের সাথে কথা বলেন এবং গুচ্ছ গ্রামের নির্মিত ঘর পরিদর্শন করেন। এবং গুচ্ছ গ্রামে সোনালু ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সুখারী ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন খোকন তালুকদার,নির্বাহী অফিসার ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইউপি সদস্য রুহুল আমিন চৌধুরী, প্রমুখ ।