করোনার প্রকোপ না কমায় ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পিছিয়ে নেওয়ার সিদ্বান্ত নেওয়া হয়েছে। আগামী ১৯ জুন থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত তিন দিনে তিনটি বিভাগে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্বান্ত নেওয়া হয়নি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্বান্ত নেওয়া ছাড়া উপায় নেই। কারণ প্রাথমিক কার্যক্রম এখনো শেষ করা যায়নি। চলমান বিধিনিষেধের পরবর্তী ধাপে প্রাথমিক আবেদনের জন্য ১০ দিন সময় বাড়ানো হবে।