এবার বিয়ের কথাই অস্বীকার করলেন নুসরাত। তার এমন কথায় তোলপার নেট দুনিয়া। বিয়ে ছাড়াই একসাথে স্বামী-স্ত্রীর মতো থাকছিলেন এই নায়িকা? তবে বিয়ের সাজ পোশাক এবং তুরস্কে জমকালো বিয়ের যে খবরগুলো গণমাধ্যম প্রকাশ করেছিলো তার সবই কি মিথ্যে।
উত্তরটা নুসরাতাই দিলেন নিজ মুখে। বিয়ে সম্পর্কে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এটা অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি। ফলে এটা আইনত কার্যতর নয়।’
নুসরাত আরও বলেন, ‘নিখিলের সঙ্গে আমি লিভ-ইনে ছিলাম। যেহেতু এটা বিয়েই নয়। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’