করোনার কারণে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ দ্রুতই শেষ করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল যে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে সেটি আগেই ঘোষণা দিয়ে রেখেছিল বিসিসিআই। তবে ঠিক কবে থেকে স্থগিত ম্যাচগুলো আয়োজন করা হবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
জানা গেছে স্থগিত হওয়া আইপিএল পুনরায় শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ভারতের এক বোর্ড কর্মকর্তা
এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক শেষে সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তা বলেন, ‘বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। আমিরাত ক্রিকেট বোর্ড বিশেষ সাধারণ সভার আগেই আমাদের মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। আইপিএল পুনরায় শুরু হলে প্রথম ম্যাচ খেলা হবে ১৯ সেপ্টেম্বর।’