গতকাল সোমবার দিবাগত রাতে নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। দুর্ঘনায় টহলরত পুলিশের তিন সদস্য আহত হয়েছে। উক্ত উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।
আহত তিনজন পুলিশ সদস্য হলেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া ও মনোয়ার হোসেন এবং কনস্টেবল সালাহ উদ্দিন।
আজ মঙ্গলবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে।
তথ্যমতে, ঢাকা থেকে ছেড়ে আসে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস। আনুমানিক রাত দুইটায় সেটি উপজেলার মহেষপুর ইউনিয়নের সাপমারা এলাকার রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এ সময় ট্রেনটির ধাক্কায় প্রাইভেটকারটিতে থাকা পুলিশের তিন সদস্য আহত হন। তাঁদের উদ্ধার করে রাজধানীর দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।