ফেসবুক থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর সেভ আমেরিকা পলিটিকাল অ্যাকশন কমিটির পক্ষ থেকে পাঠানো একটি বিবৃতিতে ফেসবুকের প্রতি নিজের ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প।
তিনি বলেন, ফেসবুকের এই আদেশ আমাদের দেশের সাড়ে সাতকোটি মানুষ, অন্য আরও যারা আমাদের ভোট দিয়েছেন, তাদের সবার জন্য অপমান। এভাবে সেন্সর করে আর চুপ করিয়ে দেয়ার কর্মকাণ্ড করে তাদের পার পেতে দেওয়া ঠিক হবে না। শেষ পর্যন্ত আমরাই জিতবো। আমাদের দেশ আর কোনো নিপীড়ন সহ্য করবে না।
বিবিসি বাংলা জানায়, আরেকটি বিবৃতিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গকে বাক্যবাণে বিদ্ধ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এরপর আবার যখন আমি হোয়াইট হাউসে থাকবো, মার্ক এবং তার স্ত্রীর অনুরোধে আর কোনো ডিনার হবে না।
ফেসবুকের এই সিদ্ধান্তে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আবার ফেসবুকে ফিরে আসার সুযোগ পাবেন ডোনাল্ড ট্রাম্প। ফেসবুকের বাইরে ডোনাল্ড ট্রাম্প টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং আরো কয়েকটি সামাজিক মাধ্যমে নিষিদ্ধ রয়েছেন।
এরই প্রেক্ষিতে নিজেই সামাজিক মাধ্যম খোলার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তবে সেই প্রকল্প স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।