মহামারিকালে মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক গতি ফিরে পেতে ও বেঁচে থাকার নিশ্চয়তায় চলমান স্বাস্থ্য পরিকল্পনার গ্রহণের ক্ষেত্রে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে বিএনপি মনে করে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এবারের বাজেটের প্রতিপাদ্য শব্দমালার মাঝেই ভাঁওতাবাজি পরিস্কার। এটি একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কাগুজে বাজেট ছাড়া আর কিছুই নয়। করোনাকালেও সামাজিক সুরক্ষার নামে মানুষের সাথে ভাঁওতাবাজি করা হচ্ছে।
টিকা প্রদান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, করোনার টিকা প্রদানের জন্য কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বড় আকারের বাজেট আর বড় অংকের প্রবৃদ্ধির আলোচনা বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি অর্থমন্ত্রী।