দক্ষিণ সুনামগঞ্জের গাগলি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২ টায় টায় দিরাই মদনপুর সড়কের গাগলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জের দিরাই থেকে যাত্রী নিয়ে বাসটি সিলেটে কুমারগাও এলাকায় যাচ্ছিল। এ সময় বাসের চালক একটি ট্রাককে পাস দিতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাকা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।