বৈশ্বিক করোনা পরিস্থিতিতে কোপা আমেরিকা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর্জেন্টিনায় কোপার এবারের আসর বসার কথা থাকলেও শেষ মুহূর্তে ভেন্যু বদলে ব্রাজিলে নেওয়া হয়।
এমন পরিস্থিতিতে অসন্তুষ্ট ব্রাজিলের খেলোয়াড়েরাই। জানিয়েছেন খোদ ব্রাজিলের কোচ তিতে।
তিতে জানিয়েছেন, তার দলের খেলোয়াড়রা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন। এমনকি ক্ষোভ থেকে দলের সংবাদ সম্মেলন বর্জন করেছেন খোদ ব্রাজিল দলের অধিনায়ক কাসেমিরোও।
এমনকি তারা কোপা আমেরিকা খেলতে চান না বলে দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। বিশেষত যেসব খেলোয়াড় ইউরোপে খেলেন তারা ব্রাজিলের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থার কারণ দেখিয়ে কোপা খেলতে চান না বলে গুঞ্জন রটেছে।
এর আগে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কলম্বিয়া এবং করোনা বিপর্যস্ত হওয়ায় আর্জেন্টিনার কাছ থেকে কোপা আমেরিকা আয়োজনের স্বত্ব কেড়ে নেয়া হয়। এরপর আয়োজক দেশ হিসেবে আগেরবারের আয়োজক ব্রাজিলের নাম ঘোষণা করা হয়। কিন্তু ব্রাজিলের খেলোয়াড়রাই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ।
শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল।