জামালপুরের ইসলামপুরে বিদ্যুতের তারে জড়িয়ে চাচা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহম্মদপুর গ্রামে মো. রিপনের দোকানে হালখাতার অনুষ্ঠানে মাইক দিয়ে গজল করছিল তারই ভাতিজা মো. আলিফ।
এ সময় বাঁশের সাথে বাধা সেই মাইকটি ঘোড়াতে গেলে দোকানের সামনে থাকা বিদ্যুতের তারের সাথে মাইকের পেছনের অংশে সংযুক্ত হয়। ফলে মাইকের তারে জড়িয়ে আলিফের মৃত্যু হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার চাচা মো. রিপনেরও মৃত্যু হয়। নিহত রিপন মোহম্মদপুর গ্রামের মৃত আব্দুল রহিম ও আলিফ শাহাজালালের ছেলে।
ইসলামপুর থানার এসআই আবু রায়হান জনান, পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। এ সময় পরিবার ও এলাকাবাসীর আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।