চাঁদপুরের কচুয়ায় পুকুরে মাছ ধরার জাল দিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে প্রায় ৮ কেজি ওজনের ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার দুপুরে উপজেলার অভয়পাড়া গ্রামে ইসমাইল প্রধানীয়া বাড়ির পুকুর থেকে সাপটি ধরা হয়।
স্থানীয় ইউপি সদস্য ইউনুছ মুন্সী জানান, পুকুরপাড়ে গাছের ডালে হঠাৎ একটি অজগর সাপের সন্ধান মিলে। বুধবার দুপুর ১টার দিকে ওই গ্রামের মানিক নামের এক যুবক অজগর সাপটি দেখতে পেয়ে ধরতে গেলে সাপটি পার্শ্ববর্তী পুকুরে নেমে যায়। এ সময় স্থানীয় লোকজন ওই পুকুরে মাছ ধরার জাল ফেলে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে অজগর সাপটিকে জীবিত উদ্ধারের পর বস্তাবন্দি করেন।
তিনি জানান, সাপটিকে আটকের পর অভয়পাড়া বাজারে নিয়ে আসেন স্থানীয় জনতা। তবে সাপটি কোথা থেকে কীভাবে এলো তা রহস্যজনক। অজগর সাপটি আটকের পর দেখতে বর্তমানে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন বলে তিনি জানান। সাপটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।