বাংলাদেশে গুগল ও অ্যামাজন ভ্যাটের আওতায় এসেছে। দেশে যদি গুগলের অফিস থাকতো তাহলে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যেত বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
তিনি বলেন, সেজন্যই বাংলাদেশে গুগলের অফিস করার অনুরোধ করেছি। যদি অফিস না করে বিকল্প কী করা যায় সেটা ভাবা হবে। আমরা চাই সবাই আইনের মধ্যে থাকুক।
বুধবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন,গুগল ও অ্যামজনের মতো অন্যসব প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন থাকলে আমরা ধরতে পারব। এখন কে কোথায় থেকে করে, পাওয়া যায় না। তখন যিনি অপরাধ করবে তিনি জবাবদিহিতার আওতায় আসবে।
তিনি আরও বলেন, বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা বিজ্ঞাপন দেয়, কীভাবে টাকা পরিশোধ হয় সেটা বৈধ পথে যায় কিনা, এসব তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে।